‘সি’ ইউনিট দিয়ে জাবির ভর্তি পরীক্ষা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। পরে বিকাল সোয়া ৪টায় ৫ম শিফটের পরীক্ষা হয়।
এদিকে কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা চলাকালীন বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা পরিদর্শন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ রাশেদা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য বলেন, সুষ্ঠু-স্বাভাবিকভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সব অনুষদের ডিনদের সাথে কথা বলে জানতে পেরেছি, ভর্তিচ্ছু উপস্থিতির হার ৮৫ শতাংশ ছিল।
পরীক্ষার্থীদের দাবি, বরাবরের মতো এবারের প্রশ্নের মান ছিল সন্তোষজনক। তবে শিফট পদ্ধতি থাকায় অনেক শিক্ষার্থীর অভিভাবক ও পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। তাছাড়া একই ইউনিটে একাধিক শিফটে দিনব্যাপী পরীক্ষা হওয়ায় ভোগান্তি পেহাতে হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের।
প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, প্রথম দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে এবার ইউনিট সংখ্যা কমানো হয়েছে, পরবর্তীতে শিফট পদ্ধতি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার বি ইউনিট ভুক্ত সামাজবিজ্ঞান ও আইন অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
0 coment rios: