রবিবার, ২১ আগস্ট, ২০২২

ব্লুটুথের নতুন সংস্করণ বাজারে

ব্লুটুথের নতুন সংস্করণ বাজারে

 ঢাকা : ব্লুটুথ থেকে শুরু করে ২,৩,৪,৪.২ ভার্সনে ব্লুটুথ, স্মার্টফোন, ল্যাপটপ সহ বিভিন্ন ডিভাইসে ব্যবহৃত হয়ে এসেছে। ব্লুটুথ নির্মাতা প্রতিষ্ঠান ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বাজারে নিয়ে এলো ব্লুটুথের উন্নত সংস্করণ ব্লুটুথ ৫। বর্তমান সংস্করণটি আগের সংস্করণ থেকে অনেক বেশি শক্তিশালী হবে বলে দাবি করছেন প্রতিষ্ঠানটির পরিচালক মার্ক পাওয়েল। পাওয়েল জানান, আগামী ১৬ জুন আনুষ্ঠানিকভাবে ব্লুটুথের পরবর্তী সংস্করণ ব্লুটুথ ৫ বিশ্ববাজারে উন্মুক্ত হতে যাচ্ছে।


বেশিরভাগ ব্যবহারকারীই নতুন ব্লুটুথ সংস্করণের কার্যকারিতা বুঝতে পারেন না এবং এটিকে অন্যান্য মোবাইল ফিচারের মতোই দেখেন। তবে ব্লুটুথ ৫-এ এবার বিশেষ কিছু আপডেট থাকছে। ব্লটুথ ৫-এর যে বিষয়গুলো সবার জানা প্রয়োজন সেগুলো এখানে আলোচনা করা হলো: ব্লুটুথের নতুন সংস্করণটি বর্তমান সংস্করণের থেকে দ্বিগুণ পরিসর আয়ত্ত্বে রাখার ক্ষমতা নিয়ে বাজারে আসবে বলে দাবি করছেন নির্মাতারা।

নতুন সংস্করণটি ওয়াই-ফাই ডিরেক্টের পরিসরে বাজারে আসবে। অনেকেই হয়তো জানেন না, ওয়াই-ফাই ডিরেক্ট প্রতি সেকেন্ড অন্তত ২৫০ মেগাবাইট স্পিড প্রদান করে যেখানে ব্লুটুথ ৪.০’র ক্ষমতা প্রতি সেকেন্ডে ২৫ মেগাবাইট। তবে ব্লুটুথ ৫ সংস্করণটি বর্তমান ৪.২ সংস্করণের থেকে ৪ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। ব্লুটুথের বর্তমান প্যাকেটের আকার ৪৭ বাইটস এবং এতে ডিভাইসের নাম এবং টাইপের বিস্তারিত বর্ণনা আছে। তবে ব্লুটুথ ৫ সংস্করণে বৃহৎ প্যাকেট এবং অনেক বেশি তথ্য সংরক্ষরণের ক্ষমতা থাকবে।

সংযোবিহীন সার্ভিসের ক্ষেত্রে নতুন সব বৈশিষ্ট্য নিয়ে আসছে ব্লুটুথ ৫। এদের বেশিরভাগই অবস্থান ও এবং নেভিগেশনগত তথ্যের সাথে সম্পর্কিত তথ্য। ব্লুটুথ ৫ পুরনো ব্লুটুথ ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে কোন তথ্য উল্লেখ করেনি পাওয়েল। ব্লুটুথ ৪.০ ডিভাইসগুলো ব্লুটুথ ৪.১ এবং কিছু ক্ষেত্রে ৪.২ সংস্করণে আপডেট হতে পারে। তবে ব্লুটুথ ৫.০ সংস্করণে নতুন হার্ডওয়্যারের দরকার পড়তে পারে।

ব্লুটুথের নতুন সংস্করণ বাজারে

ঢাকা : ব্লুটুথ থেকে শুরু করে ২,৩,৪,৪.২ ভার্সনে ব্লুটুথ, স্মার্টফোন, ল্যাপটপ সহ বিভিন্ন ডিভাইসে ব্যবহৃত হয়ে এসেছে। ব্লুটুথ নির্মাতা প্রতিষ্ঠান ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বাজারে নিয়ে এলো ব্লুটুথের উন্নত সংস্করণ ব্লুটুথ ৫। বর্তমান সংস্করণটি আগের সংস্করণ থেকে অনেক বেশি শক্তিশালী হবে বলে দাবি করছেন প্রতিষ্ঠানটির পরিচালক মার্ক পাওয়েল। পাওয়েল জানান, আগামী ১৬ জুন আনুষ্ঠানিকভাবে ব্লুটুথের পরবর্তী সংস্করণ ব্লুটুথ ৫ বিশ্ববাজারে উন্মুক্ত হতে যাচ্ছে।

বেশিরভাগ ব্যবহারকারীই নতুন ব্লুটুথ সংস্করণের কার্যকারিতা বুঝতে পারেন না এবং এটিকে অন্যান্য মোবাইল ফিচারের মতোই দেখেন। তবে ব্লুটুথ ৫-এ এবার বিশেষ কিছু আপডেট থাকছে। ব্লটুথ ৫-এর যে বিষয়গুলো সবার জানা প্রয়োজন সেগুলো এখানে আলোচনা করা হলো: ব্লুটুথের নতুন সংস্করণটি বর্তমান সংস্করণের থেকে দ্বিগুণ পরিসর আয়ত্ত্বে রাখার ক্ষমতা নিয়ে বাজারে আসবে বলে দাবি করছেন নির্মাতারা।

নতুন সংস্করণটি ওয়াই-ফাই ডিরেক্টের পরিসরে বাজারে আসবে। অনেকেই হয়তো জানেন না, ওয়াই-ফাই ডিরেক্ট প্রতি সেকেন্ড অন্তত ২৫০ মেগাবাইট স্পিড প্রদান করে যেখানে ব্লুটুথ ৪.০’র ক্ষমতা প্রতি সেকেন্ডে ২৫ মেগাবাইট। তবে ব্লুটুথ ৫ সংস্করণটি বর্তমান ৪.২ সংস্করণের থেকে ৪ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। ব্লুটুথের বর্তমান প্যাকেটের আকার ৪৭ বাইটস এবং এতে ডিভাইসের নাম এবং টাইপের বিস্তারিত বর্ণনা আছে। তবে ব্লুটুথ ৫ সংস্করণে বৃহৎ প্যাকেট এবং অনেক বেশি তথ্য সংরক্ষরণের ক্ষমতা থাকবে।

সংযোবিহীন সার্ভিসের ক্ষেত্রে নতুন সব বৈশিষ্ট্য নিয়ে আসছে ব্লুটুথ ৫। এদের বেশিরভাগই অবস্থান ও এবং নেভিগেশনগত তথ্যের সাথে সম্পর্কিত তথ্য। ব্লুটুথ ৫ পুরনো ব্লুটুথ ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে কোন তথ্য উল্লেখ করেনি পাওয়েল। ব্লুটুথ ৪.০ ডিভাইসগুলো ব্লুটুথ ৪.১ এবং কিছু ক্ষেত্রে ৪.২ সংস্করণে আপডেট হতে পারে। তবে ব্লুটুথ ৫.০ সংস্করণে নতুন হার্ডওয়্যারের দরকার পড়তে পারে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: